আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০তম ম্যাচ খেলতে নেমেছেন সাকিব আল হাসান। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই নজির গড়েন তিনি। এটি সাকিবের ২২৬তম ওয়ানডে ম্যাচ। এছাড়া এখন পর্যন্ত দেশের জার্সিতে এই টাইগার অলরাউন্ডার ১০৯ টি-টোয়েন্টি ও ৬৫টি টেস্ট খেলেছেন।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৪০০ ম্যাচের তকমা লেগেছে সাকিবের গায়ে। তার আগে মুশফিকুর রহিম ৪০০ ম্যাচ খেলে ফেলেন।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে নিজেদের একাদশ অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। তবে সফরকারীরা দুই পরিবর্তন নিয়ে খেলতে নামছে। বাইরে রাখা হয়েছে জফরা আর্চার ও ক্রিস ওকসকে। তাদের জায়গায় এসেছেন স্যাম কারান ও সাকিব মাহমুদ।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ:
জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মইন আলি, স্যাম কারান, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, সাকিব মাহমুদ ও মার্ক উড।