আরও তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির উত্তরাঞ্চলীয় শহর নাবলুসে এক ইহুদিবাদী অভিযান পরিচালনার সময় গোলাবারুদ ছুড়লে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। খবর আল-জাজিরার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। মন্ত্রণালয় বলেছে, নিহতদের মধ্যে দুজনের মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
অভিযানের নামে এই ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় নাবলুসের রাজনৈতিক দলগুলো বৃহস্পতিবার শহরে সাধারণ ধর্মঘট ঘোষণা করেছে। আল জাজিরা বলছে, চলতি বছরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।