ইউক্রেনের খেরসনে রাশিয়ার হামলায় বুধবার ২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪৮ জন। কিয়েভ বিষয়টি নিশ্চিত করেছে। আগামীকাল শুক্রবার থেকে খেরসনের মূল শহরে কারফিউ জারি করতে চলেছে স্থানীয় কর্তৃপক্ষ।
খেরসনের শহরতলী ও গ্রামে এই হামলা চালানো হয়।
টেলিগ্রাম পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, এই হামলায় ২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছে ৪৮ জন।
সূত্র: ইউরো নিউজ