ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আশিকুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় সাথে থাকা তার বন্ধু ইয়ানুর হোসেনকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গেল বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জের সাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া আশিকুর ও ইয়ানুর নামে দুই বন্ধু দ্রুত গতিতে মোটরসাইকেল যোগে বালিয়াডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিল। বাজারের কাছাকাছি স্থানে যাওয়া মাত্রই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিল্ডিংয়ের সাথে আঘাত করে। ওই সময় স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা যশোর হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা আরো অবনতি দেখা দেওয়ায় ঢাকাতে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পথে ফরিদপুর জেলায় পৌছানো মাত্রই আশিকুর রহমান মারা যায়। ইয়ানুর ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।