আইপিএল মাঠে ‘ডেটিং’! পরিণীতিকে স্টেডিয়ামে দেখেই ‘ভাবী, ভাবী’ রব

0

পরিণীতি চোপড়া, বলিউডের জনপ্রিয় তারকা। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে মুম্বাইতে তার প্রথম ডিনার ডেটের পর থেকেই তাদের নিয়ে জোর গুঞ্জন চলছে। এরপর রাঘব যেমন মায়ানগরী থেকে ঘুরে গেছেন, তেমনই আবার পরিণীতিও গিয়েছিলেন রাঘবের বাসভবন দিল্লিতে। বুধবার রাতে ফের ডেটে গেলেন এই জুটি। তবে এবারের ডেট কোনও রেস্তোরাঁর আলো-আঁধারে নয়, বরং ভরা স্টেডিয়ামে। ‘চর্চিত প্রেমিকা’কে সঙ্গে নিয়ে আইপিএলের ম্যাচ দেখলেন রাঘব।

বুধবার মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখতে মাঠে যান তারা। স্টেডিয়াম থেকে তাদের ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। দু’জনেই এদিন এসেছিলেন কালো পোশাকে। এর আগেও তাদের একই রঙের পোশাকে দেখা গেছে।

আপাতত খবর বলছে, ১৩ মে বাগদান সারবেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। দিল্লিতে হবে সেই শুভকাজ। আর বিয়ে হবে অক্টোবরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here