ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় কমেডিয়ান মনোবালা মারা গেছেন। বুধবার চেন্নাইয়ের সালিগ্রামামের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
জানা গেছে, মনোবালা লিভার রোগে ভুগছিলেন। চেন্নাইয়ের বেসরকারি একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। কিছু দিন আগেও হাসপাতালে ভর্তি ছিলেন, সম্প্রতি বাসায় ফেরেন এই নির্মাতা-প্রযোজক।
১৯৭৯ সালে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন মনোবালা। তবে একটা সময় কমেডিয়ান হিসেবে দারুণ খ্যাতি কুড়ান তিনি। অভিনয় ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন মনোবালা। তা ছাড়া বেশ কিছু সিনেমা প্রযোজনাও করেছেন তিনি।