যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত পহেলা মে বসেছিল বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’। স্বামী নিক জোনাসকে নিয়ে এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। নামকরা এই ফ্যাশন ইভেন্টে নজর কাড়ে প্রিয়াঙ্কার গলার হার।
এক রিপোর্টে দাবি করা হয়েছে, গালার এই আয়োজনে প্রিয়াঙ্কার নজর কাড়া হারটি হিরার তৈরি। মেট গালার অনুষ্ঠানের পর নিলামে উঠে বুলগেরিয়ান হিরার এই হার। আর এ হারের মূল্য শুনে অনেকের চোখ কপালে উঠেছে!
উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। এ দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। তবে এবারই প্রথম স্বামীকে নিয়ে মেট গালার রেড কার্পেটে হাঁটলেন প্রিয়াঙ্কা।
সূত্র : হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি।