শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে। বুধবার দেশটির বেশ কয়েকটি শহরে পাঁচ দশমিক সাত মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। শহরগুলোর মধ্যে অন্যতম হলো ইসলামাবাদ ও পেশোয়ার। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পেশোয়ার, সোয়াত জেলা, উত্তর ওয়াজিরিস্তান ও ইসলামাবাদে কম্পন অনুভূত হয়। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলেও এই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল ১৮৭ কিলোমিটার।