লখনউ জায়ান্ট বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সাথে হয়ে ব্যঙ্গ-কৌতুকও।
কোহলি এবং গম্ভীরের সেই ঝামেলার ছবি দিয়েই মিম তৈরি করেছে ভারতের উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ পুলিশ।
গতকাল মঙ্গলবার কলকাতা পুলিশও কোহলি ও গম্ভীরের ছবি দিয়ে মিম তৈরি করেছিল। সেখানে জানানো হয়, কেউ যদি আপনার কাছ থেকে ফোনের ওটিপি চান তা হলে কিছু বলবেন না, চুপ করে থাকুন। সঙ্গে গম্ভীর ও কোহলির দু’টি ছবি দেয় তারা, যেখানে দেখা যাচ্ছে দু’জনেই চুপ করার ভঙ্গিতে মুখে আঙুল দিয়ে রয়েছেন।