জ্যোতি-আমানের ‘অমানবিক’ সিরিজের প্রতি পর্বে গান

0

দেশের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। দুই বাংলাতেই কাজ করে পেয়েছেন প্রশংসা। ওটিটি দুনিয়ায় জ্যোতির অভিষেক হয়েছে আগেই। এবার তিনি হাজির হতে যাচ্ছেন ভিন্ন রূপে।

সম্প্রতি জ্যোতি ছয়পর্বের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। যেখানে তার নায়ক আমান রেজা। রোমান্টিক ধাঁচের সিরিজটির নাম ‘অমানবিক’। ছটকু আহমেদের রচনায় এটি পরিচালনা করেছেন তাজু কামরুল।

এ প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেন, আমি আর আমান রেজা জুটি হয়ে একটা ওয়েব সিরিজ করেছি। রোমান্টিক ধাঁচের এই সিরিজটির নাম ‘অমানবিক’। ৬ পর্বের সিরিজের প্রতি পর্বেই রয়েছে একটি করে গান। যা সাম্প্রতিককালে ওয়েব সিরিজ বা ফিল্মের থেকে ব্যতিক্রম। খুব শিগগিরই নতুন একটি আ্যপসে এটি প্রচারিত হবে।

উল্লেখ্য, ইওর ভিশন মাল্টিমিডিয়া থেকে নির্মিত ভিন্নধর্মী এই ওয়েব সিরিজটি প্রযোজনা করেছেন মনিরুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here