আইপিএল উত্তেজনা; এবার মুখ খুললেন নাবিন

0

চলতি আইপিএলে আবারও আলোচনায় বিরাট কোহলি। এবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নাবিন উল হকের সঙ্গে তর্কে জড়ালেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। সঙ্গে তর্কে জড়ান গৌতম গম্ভীরের সঙ্গে। শাস্তি হিসেবে দুইজনকেই জরিমানা করা হয়েছে।

সোমবার রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। লো স্কোরিং ম্যাচটিতে কয়েকবারই উত্তেজনা ছড়ায়। আর প্রতিবারই তাতে সক্রিয় ভূমিকা রাখেন কোহলি। ম্যাচ শেষে লক্ষ্ণৌয়ের পরামর্শক গম্ভীরের সঙ্গে হাত মেলাতে গিয়ে তর্কে জড়ান ব্যাঙ্গালোরের ওপেনার। যা সামাজিক যোগাযোগের মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে।

নাভিন প্রতিক্রিয়া দেখিয়েছেন ড্রেসিং রুমে এক সতীর্থের সামনে। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ অনুযায়ী, ড্রেসিংরুমে এক সতীর্থকে নাভিন বলেছেন, ‘আমি এখানে আইপিএল খেলতে এসেছি, কারো গালি খেতে নয়।’

এদিকে আচরণবিধি লঙ্ঘণের কারণে গম্ভীর ও কোহলিকে ম্যাচ ফি’র পুরোটাই জরিমানা করেছে বিসিসিআই। ৫০ শতাংশ জরিমানা গুনতে হবে নাভিনকেও।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here