ভাঙ্গা উপজেলা কৃষক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল

0

বাংলাদেশ কৃষক সমিতি ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ভাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

বুধবার (৩ এপ্রিল) বেলা ১১ টার দিকে ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া মহল্লা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা পাটের মূল্য কমপক্ষে ৪ হাজার টাকা করাসহ কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সারের বর্ধিত মূল্য কমানোসহ কৃষি উপকরণের দাম কমানো, ভূমি অফিসের অনিয়ম,দুর্নীতি বন্ধ করার দাবি জানান।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here