আইপিএলে বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের বাক-বিতণ্ডা নিয়ে তোলপাড় চলছে ভারতীয় ক্রিকেটে। শুধু ভারতই নয়, ক্রিকেট-দুনিয়াতেই কমবেশি আলোচনা এ নিয়ে। যদিও তর্কের শুরুটা লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পেসার নাবিন-উল-হককে ঘিরে।
সোমবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল লক্ষ্ণৌ এবং বেঙ্গালুরু। ম্যাচ চলাকালীন নাবিন উল হক আউট হলে উল্লাসে ফেটে পড়েন কোহলি। নিজের টুপি খুলে ছুঁড়ে মারেন মাটিতে। এতেই বিবাদের সূত্রপাত। তবে যার প্রভাব পড়ে ম্যাচের শেষে হাত মেলানোর সময়। সেসময় কোহলিকে কিছু একটা বলেন আফগান ক্রিকেটার। আর এতেই রেগে যান ভারতীয় এই সাবেক অধিনায়ক। তখন ছুটে আসেন গৌতম গম্ভীরও। বাক-বিতণ্ডা চলে বেশ কিছুক্ষণ।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নাবিন তার এক সতীর্থকে বলেছেন, ‘এখানে আইপিএল খেলতে এসেছি, কারও গালি খেতে নয়।’
মাঠের ঝগড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও টেনে নিয়ে গেছেন নাবিন। কোহলির উদ্দেশে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘আপনার যা প্রাপ্য, সেটিই পেয়েছেন। এমনই হওয়া উচিত এবং হয়েছে।’