যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে দুই নিখোঁজ কিশোর এবং একজন যৌন অপরাধীসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে ওকলাহোমা শহরের কাছে সেই বাড়িটি থেকে সাতজনের লাশ উদ্ধার করে ওকমুলজি কাউন্টি শেরিফ।
এ ব্যাপারে ওকমুলজি কাউন্টি শেরিফ এডি রাইস বলেন, যৌন অপরাধী জেসি ম্যাকফ্যাডেন যেখানে থাকতেন, সেখানে অফিসাররা তল্লাশি চালিয়েছেন। তখন সেখানে ১৪ বছর বয়সি আইভি ওয়েবস্টার এবং ১৬ বছর বয়সি ব্রিটানি ব্রুয়ারের মৃতদেহ পাওয়া যায়।
কাউন্টি সোমবারের শুরুতে একটি সতর্কতা জারি করেছিল যে দু’টি কিশোর নিখোঁজ। পরে মৃতদেহ পাওয়ার পর সতর্কতা বাতিল করা হয়।