চুয়াডাঙ্গায় মোটরসাইকেলে নববধূকে নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় শামীম হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোনিয়া খাতুন (১৮) ও তার ভাবি শেফালী খাতুন (২২) আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার হিজলগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে। আহত শেফালি নববধূ সোনিয়া খাতুনের ভাই সজীব মিয়ার স্ত্রী।