তিন মাসের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১০ বছর

0

তিন মাসের সাজা এড়াতে ১০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ এলাকার নাছির আহম্মদের। যৌতুক আইনে হওয়া মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ড পেয়েছিলেন নাছির আহম্মদ (৪৮)। সেই সাজা থেকে বাঁচতে ১০ বছর তিনি ঢাকা ও চট্টগ্রামে পালিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত পুলিশের কাছে তিনি ধরা পড়েছেন।

সোমবার গভীর রাতে উপজেলার পশ্চিম চর দরবেশ এলাকায় বাড়ি থেকে নাছির আহাম্মদকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাছির আহাম্মদ পশ্চিম চর দরবেশ এলাকার মৃত মো. ইলিয়াসের ছেলে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন বলেন, নাছির আহাম্মদ নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here