দুই বিরোধী দলের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আফ্রিকার দেশ সুদান থেকে পালিয়েছে এক লাখের বেশি মানুষ। জাতিসংঘ এই হিসাব দিয়েছে।
এছাড়াও দেশটির অভ্যন্তরে বাস্তচ্যুত হয়েছে আরও তিন লাখের বেশি মানুষ।
জাতিসংঘ বলছে, শিগগিরই এই সংঘাত বন্ধ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
এখনো সুদানের সেনাবাহিনীর সঙ্গে দেশটির আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস-এর সংঘাত অব্যাহত রয়েছে। রাজধানী খার্তুমে দুই বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে।
সোমবার জাতিসংঘের বিশেষ দূত ভলকের পার্থেস জানিয়েছেন, বিবদমান দুই পক্ষই যুদ্ধবিরতির জন্য সমঝোতামূলক আলোচনায় বসতে রাজি হয়েছে। আলোচনার ভেন্যু হতে পারে সৌদি আরবে।
এই সংঘাতে এরইমধ্যে চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছে চার হাজারের বেশি মানুষ।
সূত্র: বিবিসি