অস্ট্রেলিয়াকে হটিয়ে সাদা পোশাকের ক্রিকেটের র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে ভারত। ফলে ১৫ মাস পর টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ থেকে নামল অস্ট্রেলিয়া।
গত মার্চ মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারায় ভারত। তবে সেবারও অজিদের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিতে পারেনি রোহিতরা। তবে আইসিসির হালনাগাদ র্যাংকিংয়ে অজিরা নামল আর উঠল ভারতীয়রা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ক্রমতালিকায় উন্নতি করেছে রোহিতরা। ১৫ মাস ধরে প্যাট কামিন্স অ্যান্ড কোম্পানি টেস্ট ফরম্যাটের এক নম্বরে ছিল।
আইসিসির সর্বশেষ ক্রমতালিকা বলছে, শুধু টেস্ট ফরম্যাটই নয় ভারত টি-২০ ফরম্যাটেও এক নম্বর দল। টি-২০তে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পিছনে ফেলেছেন রোহিত শর্মারা। টি-২০তে ২৬৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের পয়েন্ট ২৬১। ২৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তবে ওডিআই ফরম্যাটে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ভারতীয় দল রয়েছে তিন নম্বরে। যদিও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের রেটিং পয়েন্ট সমান (১১৩)।