দেবিদ্বারে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

0

‘মাদকের বিরুদ্ধে ফুটবল, আনন্দের উৎস ফুটবল, জনপ্রিয়তার শীর্ষে ফুটবল’ স্লোগানে ঈদ পরবর্তী ফুটবল খেলার আয়োজন করেছে রাজামেহার ক্রীড়া সংঘ।

সোমবার বিকালে দেবিদ্বার উপজেলার রাজামেহার স্কুল এন্ড কলেজ মাঠে এই খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় ‘দেবিদ্বার উপজেলা ফুটবল একাদশ’ বনাম ‘বৃহত্তর নোয়াখালী জেলা ফুটবল একাদশ’র প্রতিদ্বন্দ্বিতায় নোয়াখালী জেলা ফুটবল একাদশ ১-০ গোলে বিজয় লাভ করে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সকলে মিলে কাজ করতে হবে ও উন্নত ও দক্ষ যুবসমাজ বিনির্মাণে খেলাধুলা চালিয়ে যেতে হবে। খেলা শেষে বিজয়ী ও প্রতিদ্বন্দ্বী খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আবুল কালাম আজাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here