ইসরায়েলি কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দী খাদের আদনান মারা গেছেন। দীর্ঘ ৮৬ দিন অনশনের পর তার মৃত্যু হয়েছে। খবর আল জাজিরার।
প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব (পিপিসি) নামের একটি মানবাধিকার সংগঠন পূর্বেই সতর্ক করেছিল আদনানের মৃত্যু হতে পারে।
ইসরায়েলি কারা কর্তৃপক্ষ বলেছে, আদনান মেডিকেল পরীক্ষা-নিরীক্ষায় অস্বীকৃতি জ্ঞাপন করেন। মঙ্গলবার কারা সেলে তাকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়।
২০০৪ সাল থেকে অন্তত ১১ বার খাদের আদনানকে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী। তিনি ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের মুখপাত্র ছিলেন। তিনি প্রথম অনশন ধর্মঘট করেন ২০০৪ সালে। এছাড়া ২০১৫ সালে তিনি ৫৫ দিন অনশন করেছিলেন।
কোনো বিচার ছাড়াই ইসরায়েল হাজারও ফিলিস্তিনিকে বন্দী রেখেছে।