আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা ইউনিভার্সিটি অব টোকিওর অধীনে টোকিও কলেজে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে। খবর অনুসারে, ১ মে থেকে আগামী অক্টোবর পর্যন্ত টোকিও কলেজের ভিজিটিং অধ্যাপক হিসেবে থাকবেন জ্যাক মা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ চুক্তিটি বার্ষিক ভিত্তিতে নবায়নযোগ্য ।
চীনের উদ্যোক্তাদের মধ্যে শীর্ষ অবস্থানে থাকা জ্যাক মা দীর্ঘ দিন জনসমক্ষ থেকে দূরে ছিলেন। সম্প্রতি তাকে নেদারল্যান্ডস, স্পেন, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও জাপানে দেখা গেছে।