ধান কেটে কৃষকের পাশে রাবি ছাত্রলীগ

0

মাঠে ধান কেটে দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। 

সোমবার সারাদিন রাজশাহীর নওহাটায় এক দরিদ্র কৃষকের ধান কেটেছেন তারা।

এই ব্যাপারে ফয়সাল আহমেদ রুনু বলেন, প্রধানন্ত্রীর নির্দেশ ও কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে এই কর্মসূচি হাতে নিয়েছি। মূলত এলাকার দরিদ্র কৃষকের পাশে থাকতেই এই উদ্যোগ। কেননা অনেক কৃষক আছেন যারা অর্থের অভাবে ধান কেটে নিতে হিমশিম খাচ্ছেন। তাদের সহযোগিতা করাই আমাদের লক্ষ্য। এই কাজ চলমান থাকবে। এছাড়া নিজ নিজ এলাকায় কৃষকের পাশে থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে অংশ নেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জাকিরুল জ্যাক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here