ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের দেখা পেয়েছে চির প্রতিদ্বন্দ্বী দুই ক্লাব ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড।
রবিবার রাতে প্রতিপক্ষের মাঠে ফুলহামকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ে পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো ম্যান সিটি।
সর্বশেষ ১৯৩০-৩১ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ গোল করেছিলেন অ্যাস্টন ভিলার টম ওয়ারিং। আর ইংলিশ লিগের এ মৌসুমে ৩৪তম গোল করলেন হালান্ড। এতে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়ারারকে স্পর্শ করলেন হালান্ড।
১৯৯৩-৯৪ মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ৩৪ গোল করেছিলেন কোল। পরের মৌসুমেই ব্ল্যাকবার্ন রোভার্সের ৩৪ গোল করে কোলের রেকর্ড স্পর্শ করেন শিয়ারার।
হালান্ডের রেকর্ড গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যান সিটি। ১৫ মিনিটে গোল করে ম্যাচে সমতা আনেন ফুলহ্যামের কার্লোস ভিনিসিয়াস।
৩৬ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যান সিটি। শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ জিতে ম্যান সিটি।
এ জয়ে ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো ম্যান সিটি।
অপর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হারায় অ্যাস্টন ভিলাকে। ৩৯ মিনিটে ম্যান ইউর পক্ষে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। এ জয়ে ৩২ ম্যাচ শেষে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো ম্যান ইউ।
সূত্র : ডেইলি মেইল।