মহান মে দিবস উপলক্ষে টেকনাফ উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বণ্যার্ঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ মে) বেলা ১১টার দিকে মহান মে দিবস উপলক্ষে টেকনাফ উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে একটি বিশাল র্যালি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ ও পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আলম বাহাদুর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর শ্রমিক লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক ছৈয়দ আলম বকুল, শ্রমিক লীগ নেতা শফিউল কাদের কালু মেম্বার, আমান উল্লাহ মেম্বার, উপজেলা শ্রমিকলীগ নেতা মুহাম্মদ আমিনুল হক, মুহাম্মদ হোছন, মুহাম্মদ শহিদুল্লাহ, পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস, শ্রমিক লীগ নেতা শওকত রশিদ, নুরুল আলম নুরু, খাইরুল বশর, আব্দুল খলিল চৌধুরী, শামশুল আলম, শামশুল আলম আজাদ, শহীদ আলম মুছা, আব্দুল আজিজ, জাকির হোসাইন, বশির আহমদ, নুরুল আলম নুরু, শহীদ উল্লাহ কায়সার, মুফিজুর রহমান, আব্দুল গফুর, বদিউল আলম বদি, ফেরদৌস আলম, ছৈয়দ আমিন, মো. সাদেক,সাদ্দাম হোসেন, নুরুল হক, মোহাম্মদ কাসেম ও সাইফুল আলম প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।