শত্রুতায় পেঁপে গাছ কর্তণ, মাথায় হাত ৪ তরুণ কৃষি উদ্যোক্তার

0

গ্রাজুয়েশন শেষ করা চার বন্ধু মিলে স্বপ্ন দেখেন কৃষি উদ্যোক্তা হবার। তিন একর জমি পাঁচ বছরের জন্য লিজও নেন। সেখানে গড়ে তোলেন তাদের স্বপ্নের সবজি বাগান। হঠাৎ রাতের আঁধারে তাদের বাগানের প্রায় অর্ধশতাধিক ফলদ পেঁপে গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে তাদের প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই উদ্যোক্তাদের। 

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার ভরাডোবা গ্রামে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় বাগান মালিকদের পক্ষে দেলোয়ার হোসেন বাদী হয়ে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here