টাঙ্গাইলের সখীপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বাঁশ রাখার অভিযোগে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বৈশাখী মেলা উদযাপন কমিটির পরিচালক উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা ও ডেকোরেটরের মালিক ফেরদৌসকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, শহীদ মিনারে বাঁশ রাখার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।