টাঙ্গাইলে মে দিবসে পাল্টাপাল্টি কর্মসূচি

0

নানা আয়োজনে টাঙ্গাইলে মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যােগে শহরের পৌর উদ্যানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল—২ আসনের সংসদ সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুউজ্জামান স্মৃতি, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ।

অপরদিকে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীরের নেতৃত্বে মে দিবস উপলক্ষে আরেকটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। এই বিষয়টি নিয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই পাল্টাপাল্টি র‌্যালির মধ্যদিয়ে রানা গ্রুপ প্রকাশ্যে আসার সংকেত দিলেন বলে অনেকেই মনে করছেন।

এ বিষয়ে একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক বক্তব্যে বলেন, টাঙ্গাইল উদ্যানে অনুষ্ঠিত সমাবেশটিই গ্রহণযোগ্য। এখানে সরকারি কর্মকর্তাসহ সকল শ্রমিক নেতাই অনুষ্ঠানে যোগদান করেছেন। এ সময় বিক্ষিপ্তভাবে শহরের প্রাণকেন্দ্রে আরেকটি র‌্যালি বা সমাবেশ কোনভাবেই কাম্য নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here