সেঞ্চুরি করে হেরে গেলেও রেকর্ড গড়লেন জয়সোয়াল

0

চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন যশস্বী জয়সোয়াল। প্রতি ম্যাচেই রান পাচ্ছেন তিনি। রবিবার মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে শতরানও করে ফেললেন তিনি। তবে দল হেরে গেছে। কিন্তু নজির গড়ে ফেললেন রাজস্থান রয়্যালসের এই ব্যাটার।

আইপিএলের ইতিহাসে ‘আনক্যাপড’ (এখনো জাতীয় দলের হয়ে খেলেননি যারা) খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এখন তার।

আইপিএলের ১০০০তম ম্যাচে জয়সোয়ালের এমন ইনিংস আরেকটু স্মরণীয় হয়ে থাকত, যদি রাজস্থান জিততে পারত। কিন্তু জয়সোয়ালের ইনিংসে ভর করে ৭ উইকেটে ২১২ রান তুলেও জিততে পারেনি রাজস্থান। ৬ উইকেটের জয় তুলে নেয় মুম্বাই। তাই বলে রেকর্ড বই থেকে জয়সোয়ালের এই ইনিংসকে তো আর সরানো যাবে না। 

এর আগে দেশের হয়ে না খেলা শতরানকারীদের মধ্যে সবচেয়ে বেশি রান ছিল পল ভ্যালথাটির। চেন্নাইয়ের বিরুদ্ধে ২০১১ সালের আইপিএলে অপরাজিত ১২০ রান করেছিলেন পাঞ্জাবের এই ব্যাটার। তার সেই রেকর্ডই কাল ভেঙে দিয়েছেন জয়সোয়াল।

২০০৮ সালে শন মার্শেরও এই কৃতিত্ব ছিল। তখনও তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেননি। তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ১১৫ রান করেছিলেন রাজস্থানের বিরুদ্ধে।

২১ বছর বয়সী যশস্বী জয়সোয়াল কালকের ইনিংসটি দিয়ে জায়গা করে নিয়েছেন রেকর্ড বইয়ের আরেকটি পাতায়। আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ (২১ বছর ১২৩ দিন) খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করলেন তিনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here