ভোলায় মে দিবস পালিত

0

‘শ্রমিক মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই স্লোগানকে সামনে রেখে ভোলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ভোলা জেলা প্রশাসকের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে সরকারি বে-সরকারি কর্মকর্মতা কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। 

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে জেলা প্রশাসক কার্যলয় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভোলা জেলা জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী এর সভাপতিত্ব করেন। অপর দিকে তজুমদ্দিন উপজেলা শ্রমিক লীগের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। তজুমদ্দিন উপজেলা শ্রমিক লীগ সভাপতি টুটুল তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, হাসেম মহাজন প্রমুখ।
এছাড়াও ভোলা জেলা  শ্রমিক লীগের আয়োজনে পৃথক একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।  

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here