রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে চাইছে চীন। পশ্চিমা বিশ্ব বলছে, চীন ‘নিরপেক্ষ’ দেশ নয় এমনকি রাশিয়ার আগ্রাসনের নিন্দাও জানায়নি তারা। সুতরাং, তাদের দ্বারা মধ্যস্থতা করা সম্ভব নয়। তবে যুদ্ধ বন্ধে চীন যে প্রস্তাব দিয়েছে সেটা ইতিবাচকভাবে দেখছে ইউক্রেন।
ইউক্রেনের পররাষ্ট্র উপমন্ত্রী আন্দ্রি মেলনিক বলেছেন, চীনের এই প্রচেষ্টা অবাস্তব নয়। আন্দ্রি মেলনিক বলেন, চীন নিজের স্বার্থ রক্ষা করতে চাইছে, এটা ঠিক আছে। তবে বিশ্বব্যবস্থায় নেতৃত্বের দ্বন্দ্বের চেয়ে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান এবং চলমান বৈরিতার সমাপ্তি বেইজিংয়ের স্বার্থের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।
চীনের প্রেসিডেন্ট শি জিন পিং সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি ছিল দুই শীর্ষ নেতার প্রথম ফোনালাপ। এ নিয়ে আন্দ্রি মেলনিক বলেন, ‘রাশিয়ার আগ্রাসন থামাতে এবং চীনের সঙ্গে আমাদের সম্পর্ক শক্তিশালী করতে সেটি ছিল বড় একটি পদক্ষেপ।’
জার্মানিতে ইউক্রেন দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত আন্দ্রি মেলনিক। জার্মানির গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে যুদ্ধের সমাধানের ক্ষেত্রে একটি শর্তও বেঁধে দিয়েছেন তিনি। সেটি হলো ইউক্রেনে দখল করা অঞ্চলগুলো থেকে সব রুশ সেনাকে ফিরিয়ে নিতে হবে। সূত্র: ডেইলি সাবাহ