ধলেশ্বরীতে নেমে ২ শিশু নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

0

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মো. আমির হামজা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে অপর এক শিশু রিমন (৯)। 

রবিবার (৩০ এপ্রিল) রাতে ৯টার দিকে আমির হামজার মরদেহ উদ্ধার করে সিরাজদিখান ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে, বিকাল  সাড়ে  ৫ টায় উপজেলার বালুচর ইউনিয়নের চাঁন্দেরচর  লেকু মার্কেট এলাকায় কামাল উদ্দিন মাদবরের বাড়ির ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই শিশু। 

স্থানীয়রা জানান, জেলার সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের চাঁন্দেরচর   এলাকার লেকু মার্কেট সংলগ্ন কামাল উদ্দিন মাদবরের বাড়ির ঘাটের কাছে  ধলেশ্বরী নদীতে ২ শিশু গোসল করতে নামলে পানির স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায়  নিখোঁজ দুই শিশুর আত্মীয়-স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। 

পরে  সিরাজদিখান উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে রাত ৯ টার দিকে নিখোঁজ দুই শিশুর মধ্যে আমির হামজাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তবে এঘটনায় এখনো নিখোঁজ রয়েছে অপর শিশু রিমন। তবে শিশুটিকে উদ্ধারের  ধলেশ্বরী নদীতে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও সিরাজদিখান থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here