জেলের বড়শিতে ধরা পড়ল ১৪ কেজি ওজনের কোরাল

0

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মো. ইলিয়াস হোসাইন নামে এক জেলের বড়শিতে ধরা পড়ল ১৪ কেজি ওজনের একটি কোরাল মাছ।

রবিবার (৩০ এপ্রিল) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার সংলগ্ন নাফনদীতে জেলে মো. ইলিয়াস হোসাইন বড়শিতে ১৪ কেজি ওজনের ওই মাছটি ধরা পড়ে। মাছটি ১ হাজার ৫০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৭০০ টাকায় আলী আহমদ নামে এক মাছ ব্যবসায়ীর নিকট বিক্রি করা হয়েছে। 

টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.  দেলোয়ার হোসেন বলেন, কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর চেয়েও বেশি ওজনের কোরালও পাওয়া যায়। এই নদীর মাছ খুবই সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here