বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যবসা ও চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে ৮৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামুন জমাদ্দার নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলামের আদালত মামুনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
অভিযুক্ত মামুন জমাদ্দার রাঙ্গামাটির ২২ বিজিবিতে সৈনিক হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সুতালড়ী গ্রামের ইউসুফ আলী জমাদ্দারের ছেলে।