বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষের সম্ভাবনা ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভারতের চেইন্নাইতে অবস্থিত রয়্যাল হ্যাচারি, রয়্যাল বেঙ্গল হ্যাচারি ও চেংলং বায়োটেক প্রাইভেট লিমিটেডের যৌথ আয়োজনে রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০টার সময় সাতক্ষীরা শহরের কামালনগরস্থ একটি রিসোর্টে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান, চেংলং বায়োটেক প্রাইভেট লিমিটেডের ওভারসিজ ম্যানেজার জি আই আপ্পা, ভারতের তামিলনাড়ু হ্যাচারি এসোসিয়েশনের সভাপতি রয়্যাল হ্যাচারি চেন্নাইয়ের চেয়ারম্যান জি কালরাজ, রয়্যাল বাংলা হ্যাচারির পরিচালক এস এম মামুনুর রশীদ, সেতারা ফিসের স্বত্বাধিকারী মোঃ খায়রুল মোজাফ্ফার মন্টু, সম্পা ফিসের স্বত্বাধিকারী বিশ্বনাথ ঘোষ, তুফান কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ডা. আবুল কালাম বাবলা, কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা।