সিডনিতে প্রত্যাশাস ওয়ার্ল্ডের বাংলা বর্ষবরণ উদযাপিত

0

গত ২৯ এপ্রিল (শনিবার) সিডনির ইঙ্গেলবার্ন গ্রেগ পার্সিভ্যাল কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ‘১৪৩০ বঙ্গাব্দ’ বরণের আয়োজন ‘রঙ্গিলা বৈশাখ ’।

আয়োজক রাসেল ইকবাল ও প্রত্যাশা ইকবালের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থাপনায় ছিলেন সাকিনা আক্তার, লিটন বাউল ও মৌমিতা চৌধুরী। এ সময় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়।

সংগীত পরিবেশনা করেন প্রমা, হৈমন্তী বড়ুয়া, ইলোরা খান, মাহমুদ খান, শেখ ইসলাম মিন্টু, রাসেল ইকবাল, জিয়াউল ইসলাম তমাল। শ্রুতি নাটকে ছিলেন নুসরাত জাহান স্মৃতি এবং তার কন্যা স্রোতস্বিনী। জেরিন আফরিনের আবৃত্তি হৃদয় কেড়েছে সবার।

নৃত্যের ছন্দে সবাইকে অন্য ভুবনে নিয়ে গিয়েছিলেন নটরাজ ডান্স একাডেমি (শ্রেয়সী দাস), নৃত্যাঞ্জলী ডাল একাডেমি (মৌসুমী সাহা), কালাঙ্কান ডান্স একাডেমি (অমৃতা পাল চৌধুরী)। স্বপ্ন ব্যান্ড জনপ্রিয় বাংলা গানে মুগ্ধ করেন দর্শকদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেম্পেল টাউনের সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, গামা কাদের, জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরেফিন, সিইও রাহেলা আরেফিনসহ আরও অনেক স্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিত স্পন্সরদের অ্যাওয়ার্ড তুলে দেন নেতৃবৃন্দ।  

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিলেন রাসেল ইকবাল, প্রত্যাশা ইকবাল, আবিদা আসওয়াদ, সাকিনা আক্তার এবং লিটন বাউল। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here