আগামী জুনে ভারতের ব্যাঙ্গালোরে আয়োজিত হবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন-সাফ চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো ছেলেদের আসরে দক্ষিণ এশিয়ার বাইরের দলকে আমন্ত্রণ জানিয়েছিল সাফ। কিন্তু সাফের সে প্রস্তাবে রাজি হয়নি সৌদি আরব ও মালয়েশিয়া।
তবে আরও বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে জর্ডান, সিঙ্গাপুর, বাহরাইন, ইন্দোনেশিয়া ও কুয়েত রয়েছে। আগামী ৬ মে ঢাকায় সাফের কংগ্রেস রয়েছে। সেখানেই দল চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।