টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে আলোচনায় সহোদরা তিন বোন। রবিবার সকালে সখীপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল এন্ড কলেজে পরীক্ষা দিতে আসলে তিন বোনকে কৌতুহল ভরে দেখতে আসে বিভিন্ন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা।
বড় বোন সুমাইয়া ইসলাম, মেজো বোন সাদিয়া ইসলাম ও ছোট বোন রাধিয়া ইসলাম বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে জানান, পরীক্ষা অনেক ভালো হয়েছে জিপিএ-৫ থাকবে বলে আশাবাদী। বয়সের পার্থক্য থাকলেও তিন বোন একই সঙ্গে সমাপনী, জেএসসি পরীক্ষার পর সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাইয়ুম হুসাইন বলেন, ‘ওরা তিন বোন খুব মেধাবী শিক্ষার্থী। সমাপনী ও জেএসসি পরীক্ষায় তিনজনেই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। আশা করছি তিন বোনই এসএসসিতে জিপিএ-৫ পাবে।’
পরীক্ষা শেষে তিন বোন বলেন, ‘আমাদের স্বপ্ন আমরা বড় হয়ে বিসিএস ক্যাডার হবো। আমাদের জন্য সবার কাছে দোয়া চাই’।