মাত্র তিনদিনেই ওয়েস্ট ইন্ডিজকে হারালো দক্ষিণ আফ্রিকা। এই হারে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৪৭ রান। জার্মেইন ব্ল্যাকউডের ৭৯ রান সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে গেলো ১৫৯ রানে। এতে ৮৭ রানে হেরে যায় ক্যারিবীয়রা।
সে লক্ষ্যে খেলতে নেমে ১৫৯ রানে শেষ ক্যারিবীয়রা। কেবল জার্মেইন ব্ল্যাকউড খেলেন ৭৯ রানের ইনিংস। বাকিরা বলার মতো তেমন রান করতে পারেননি।