কিশোর গ্যাং প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে অভিযান শুরু

0

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষে বিষ্ফোরক মামলার আসামি কিশোর ফাহাদ হত্যাকাণ্ডের পর নড়েচড়ে বসেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দুই আসামিকে গ্রেফতারের পর পুলিশ সুপারের নির্দেশে কিশোর গ্যাং প্রতিরোধে অভিযান শুরু করেছে সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। 

অভিযানের অংশ হিসেবে ডিজে কাটিংয়ের চুলের বখাটে কিশোরদের ধরে পুলিশ নিজ খরচে সেলুনে নিয়ে গিয়ে স্বাভাবিক চুলের কাটিং করে দিচ্ছে। এছাড়া সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাড়ির বাইরে বের না হতে পুলিশ পরামর্শ দিচ্ছে এবং রাত ৮টার পর কোনো কিশোরকে আড্ডা দিতে দেখা গেলে তাদের থানায় নিয়ে গিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে অভিভাবক ডেকে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হচ্ছে। এতে করে স্বস্তি ফিরে এসেছে ছাত্রীসহ অভিভাবকদের মধ্যে। কারণ সম্প্রতি বখাটে ও কিশোর গ্যাংয়ের অত্যাচারে ছাত্রীরা প্রাইভেট পড়াসহ শিক্ষা প্রতিষ্ঠান যাতায়াতে নিরাপত্তাহনীতায় ভুগছিল। কিন্তু বর্তমানে পুলিশ বখাটে ও কিশোর গ্যাং বিরোধী অভিযান শুরু করায় এখন শহরে অনেকটাই নিরাপত্তা ফিরে এসেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here