ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

0

কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে কৃষকের এক বিঘা জমির ধান কেটে দিয়েছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ। শনিবার সকালে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে কৃষক আফতাব উদ্দিনের এক বিঘা জমির ধান কেটে দেয় ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

এসময় ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম, সহ-সভাপতি জিএম সুফি নিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান মেহেদি, বাধন, ছাত্রনেতা এসএম সালমান, শান্ত, লাবু, অন্দর শেখ, শিশির, সিয়াম, সুজন ও আকাশসহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম বলেন, কেন্দ্রীয় নির্দেশে আমরা আজ আমাদের জেলায় কৃষকের ধান কাটার এই কার্যক্রম উদ্বোধন করলাম। এই ধারা অব্যাহত থাকবে। যদি কোন কৃষক অর্থের অভাবে ধান কাটতে না পারে, ছাত্রলীগ তাদের পাশে দাঁড়িয়ে ধান কেটে দিবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here