ধারাবাহিকতা দেখাতে পারছেন না রোহিত শর্মা। আইপিএলের গত চার-পাঁচ মৌসুম ধরে ছবিটা একই। ২০১৭ সালের পর থেকে রোহিতের গড় তিরিশের নিচে নেমে গিয়েছে। চলতি টুর্নামেন্টে রোহিতকে বিবর্ণই দেখাচ্ছে। এবারের আইপিএল প্রায় মাঝামাঝি পৌঁছে গিয়েছে। সাতটি ম্যাচে ১৮১ রান করেছেন হিটম্যান। গড় তিরিশেরও কম। ২৫.৮৬।
রোহিত রান পাচ্ছেন না। মুম্বাই ইন্ডিয়ান্সও নামতে নামতে এখন পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে। রোহিতের ফর্মহীনতা নিয়ে ইউটিউবে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন বলেন, মানসিক ক্লান্তির জন্যই রোহিত হয়তো তার ফর্মের ধারেকাছেও নেই।
তিনি আরও বলেন, রোহিত শর্মার সেরাটাই দেখে এসেছি। কিন্তু আইপিএলের গত চার-পাঁচ বছর ধরে দেখা যাচ্ছে রোহিত সেরা ছন্দে নেই। রোহিত যখন চলতে শুরু করে তখন ও বিধ্বংসী। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পরিস্থিতিতে সেরা বোলারদের বিরুদ্ধে রোহিতের সেরাটা বের হয়ে এসেছে।
এদিকে, সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি পরামর্শ দিয়ে বলছেন, রোহিত আপাতত বিশ্রাম নিক আইপিএল থেকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে আইপিএলের কয়েকটা ম্যাচ খেলে নিজেকে প্রস্তুত করুক রোহিত।