৯ নম্বরে নামার কারণ জানালেন মহেন্দ্র সিং ধোনি

0

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে হেরেছে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন, যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এবার ধোনি নিজেই ব্যাখ্যা দিলেন কেন তিনি এত নিচে ব্যাট করতে নেমেছিলেন।

সেই ম্যাচে শেষদিকে ব্যাটিংয়ে নেমে ১৬ বলে ৩০ রান করেন ধোনি। তবে তাতেও দলের পরাজয় ঠেকানো সম্ভব হয়নি। ধোনি যখন ব্যাট করতে নামেন, ততক্ষণে ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে গিয়েছিল চেন্নাইয়ের।

ব্রডকাস্টার জিও হটস্টারের সঙ্গে আলাপকালে ধোনি বলেন, “গত বছর আমার হাঁটুতে সমস্যা ছিল। তা ছাড়া, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের বিষয়টিও মাথায় ছিল। আমাদের দলে জাদ্দু (রবীন্দ্র জাদেজা) ও শিবম দুবে স্কোয়াডে জায়গা পাওয়ার দাবিদার ছিল। সুতরাং, আপনি নিশ্চিতভাবেই ওদের সুযোগ দিতে চাইবেন। আমি তো দাবিদার ছিলাম না, তাই জায়গা দখল করতে চাইনি।”

ধোনি আরও বলেন, “তারা ওদের কাজ যথাযথভাবে করছে। এমন নয় যে কোনো খেলোয়াড়কে প্রোমোট করায় ফ্র্যাঞ্চাইজি সমস্যায় পড়ছে। সুতরাং, সবাই যদি নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করে, তাহলে সমস্যা কোথায়? তা ছাড়া, এটি আমার ওপর থেকে চাপও কমায়।”

দলের অন্যান্য খেলোয়াড়দের ওপর আস্থা থাকাতেই তাদের সুযোগ দিয়েছেন বলে জানান ধোনি। তিনি আরও বলেন, “ফলে, এমনটাই ছিল চিন্তাধারা। যদি ব্যাটিং ভালো না করত, রান না আসত, তাহলে পরিবর্তন আসতে পারত। তবে যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যায়, যেখানে সবারই ভালো হয়, তাহলে কেন সেটি নেওয়া হবে না?”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here