জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ভাঙা রেললাইনের তথ্য জানানোর ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। শনিবার বিকেলে পাবনার ভাঙুরার দিলপাশা রেলস্টেশনের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার বিকেলে পাবনার ভাঙুরার দিলপাশা রেল স্টেশনের কাছাকাছি স্থান থেকে সাকিব নামে একজন কলার ৯৯৯-এ ফোন করে জানান সেখানে রেললাইনের কিছু অংশ ভেঙে গিয়ে রেললাইন ফাঁক হয়ে আছে। এতে যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এ অবস্থায় কলার বিষয়টি রেল কর্তৃপক্ষকে অবগত করার অনুরোধ জানান।