জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে বাল্যবিয়ে বন্ধ করলেন ময়মনসিংহের ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার ঠাকুর বাখাই গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের ১৪ বছরের এক কিশোরীকে বিয়ে দেওয়া হচ্ছে, এমন খবর জানিয়ে কন্যার প্রতিবেশীদের একজন ৯৯৯-এ ফোন দেয়। এ খবর পেয়ে ওসি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠান। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পালিয়ে যায়। পরে কন্যা পক্ষের নিকট থেকে মুচলেকা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়।