গাজীপুরের টঙ্গী স্টেশনরোড এলাকায় ৯০টাকা মূল্যের এনএস-৫০০ স্যালাইনের মূল্য ৪৫০টাকা দরে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত দশটায় জাফর মেডিকেল হল ফার্মেসিতে। এ ঘটনায় ভুক্তভোগী রাজন থানায় মৌখিক অভিযোগ করলে থানার এস আই আশরাফুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী রাজন বলেন, আজ রবিবার রাতে তার ছেলের অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শমতে স্যালাইন কিনতে আসেন রাজন। এসময় দোকান কতৃর্পক্ষ রিপন স্যালাইনের মূল্য সাড়ে চারশ’ টাকা দাবি করেন। অথচ স্যালাইনের গায়ে মূল্য ৮৭ নির্ধারণ রয়েছে। ডেঙ্গু জ্বরকে পুজিঁ করে কতিপয় অসাধু ব্যবসায়ী সাপ্লাই সংকট দেখিয়ে ৪০০থেকে ৪৫০দরে বিক্রি করছে। এতে করে ভুক্তভোগীরা ক্ষিপ্ত হয়ে টঙ্গী থানা পুলিশকে অবহিত করেন।