৮ মাসের বেবি বাম্প নিয়ে জিমে ব্যস্ত শুভশ্রী

0

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় আট মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি তারই এক ঝলক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। জিম করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী। শুভশ্রীর এই অবস্থায় ৪০ সেকেন্ডের সে ভিডিও নিয়ে সমালোচনার ঝড় বইছে নেট দুনিয়ায়।

সোজাসাপটা শুভশ্রীকে কেউ কেউ লিখছেন, এ অবস্থায় জিম করে কি আপনি ঠিক করছেন? অনেকে আবার লিখছেন, ‘অন্যকে নকল করা ঠিক নয়।’ কেউ কেউ লিখেছেন, সন্তান হওয়ার পর শরীরচর্চা করলেই তো ভাল ছিল। তার ওপর এখন আবার ৮ মাস। আর একটা মাস অপেক্ষা করা কি যাচ্ছিল না? এখন শারীরিক ও মানসিক দিকে দিয়ে সুস্থ থাকাটা দরকার। ‘মা হিসেবে শুভশ্রী নাকি একেবারেই অযোগ্য’ এমন কমেন্টও করে অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here