যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতিতে সোফি স্টেডিয়ামে আট গোলের ম্যাচে আর্সেনালের কাছে ৫-৩ ব্যবধানে হেরেছে বার্সেলোনা। যদিও ম্যাচের সপ্তম মিনিটে রবের্ত লেভানডভস্কির গোলে এগিয়ে যায় কাতালানরা। তবে সমতায় ফিরতে বেশি দেরি করেনি আর্সেনাল। ১৩ মিনিটে বুকায়ো সাকার গোলে ব্যবধান দাঁড়ায় ১-১।
৩৪ মিনিটে আবারও এগিয়ে যায় বার্সা। এবার গোলদাতা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। কিন্তু এবারও দ্রুতই সমতা আনে আর্সেনাল। ৪৩ মিনিটে গানারদের হয়ে দ্বিতীয় গোলটি করেন কাই হাভার্টজ।