৮৫টি আসন ছিনিয়ে নেওয়া হয়েছে, বিক্ষোভ সমাবেশে দাবি পিটিআইয়ের

0

পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআইয) কেন্দ্রীয় তথ্য সচিব রৌফ হাসান বলেছেন, পাকিস্তানের ইতিহাসে পিটিআই ও দলের প্রার্থীদের বিরুদ্ধে ‘সবচেয়ে বড় ভোট জালিয়াতি’র কারণে ২০২৪ সালের নির্বাচন স্মরণীয় হয়ে থাকবে।

শুক্রবার এক সমাবেশে তিনি বলেন, আমাদের হিসাব অনুযায়ী, ১৭৭টি (ন্যাশনাল অ্যাসেম্বলি) আসন আমাদের হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দেওয়া হয়েছে মাত্র ৯২টি। আর জালিয়াতির মাধ্যমে আমাদের কাছ থেকে ৮৫টি আসন কেড়ে নেওয়া হয়েছে।

ভোট কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে দলের কাছে তিনটি উপায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফর্ম ৪৫ এবং ফর্ম ৪৭-এর মধ্যে গরমিল রয়েছে। তিনি আরও বলেন, ন্যাশনাল অ্যাসেম্বলি ও প্রাদেশিক পরিষদের আসনের ভোটের সংখ্যায়ও বিস্তর ফারাক রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বাতিল ভোটের সংখ্যা জয়ের ব্যবধান ছাড়িয়ে গেছে।

এরপর পিটিআই-এর সেমাবিয়া তাহির মঞ্চে উঠেন এবং ৮ ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগের একটি ভিডিও প্লে করেন। সূত্র: ডন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here