তিরাশি বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হলেন হলিউড অভিনেতা আল পাচিনো। ২৯ বছর বয়সী অভিনেতার বান্ধবী নুর আলফাল্লাহ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন পাচিনোর প্রতিনিধি স্ট্যান রোজেনফিল্ড।
ওই প্রতিনিধির বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, নবজাতকের নাম রাখা হয়েছে রোমান পাচিনো। কিছুদিন আগে ওয়েস্ট হলিউডে এক ডিনার ডেটে গিয়ে অনাগত সন্তানের কথা জানিয়েছিলেন তারা। নুরের সঙ্গে ২০২২ সালের এপ্রিল থেকে প্রেমের সম্পর্কে আছেন ‘গডফাদার’ তারকা আল পাচিনো। নুর পেশায় সিনেমার প্রযোজক।