৮ও ৯ নভেম্বর নাট্যসঙ্ঘ কানাডার চতুর্থ নাট্যোৎসব

0
৮ও ৯ নভেম্বর নাট্যসঙ্ঘ কানাডার চতুর্থ নাট্যোৎসব

আগামী ৮ও ৯ নভেম্বর কানাডার টরেন্টোতে নাট্যসঙ্ঘের আয়োজনে এসটি প্যাট্রিক ক্যাথলিক সেকেন্ডারি স্কুলে চতুর্থ নাট্যোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দুই দিনব্যাপী এই চতুর্থ নাট্যোৎসবে বিকেল তিনটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত ছয়টি পূর্ণাঙ্গ মঞ্চ নাটক ও একটি নৃত্যনাট্যসহ মোট নয়টি মঞ্চায়ন হবে।

এ উপলক্ষে কানাডার টরেন্টোর বাংলাদেশ সেন্টারে এক ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময়ে উপস্থিত ছিলেন প্রবাসী বাঙালি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, পৃষ্ঠপোষক, শুভাকাঙ্ক্ষীসহ অর্ধশতাধিক মানুষ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ভূতপূর্ব সংবাদ উপস্থাপক আসমা আহমেদ মাসুদ, সংস্কৃতিজন সুমন সাঈদ, নাট্যজন নয়ন হাফিজ, সবিতা সোমানী, মিথুন রেজা, শিল্পী দম্পতি কচি রানা ও রেশমা রণি, কবি পারভেজ চৌধুরী, সম্প্রচার বিশেষজ্ঞ সায়েম মোহাম্মদসহ অন্যান্য সুধীজন।

শুভেচ্ছা বক্তব্যে বক্তারা চতুর্থ নাট্যোৎসবের সাফল্য কামনা করে বলেন, নাটক মানুষের চিন্তা শক্তি কে শানিত করে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার করে, নাটক সুন্দরের প্রতিক। এ সময়ে অভিবাসী বিশেষজ্ঞ মনীশ পাল, রিয়েলটর সুকোমল রায় নাট্যসঙ্ঘ, কানাডার যেকোন কর্মকাণ্ডে সঙ্গে থাকার অঙ্গীকার পুণর্ব্যক্ত করেন। ব্যারিস্টার সূর্য চক্রবর্তী নাট্যসঙ্ঘ কানাডার সুস্থ ও সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার অগ্রযাত্রায় তাদের অবদানের কথা তুলে ধরেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here